kalerkantho

দ্বিতীয় রাজধানী প্রতিদিন

চবিতে ভর্তি পরীক্ষার আবেদন কাল থেকে শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১২ সেপ্টেম্বর, ২০১৮ ১৫:৩৪চবিতে ভর্তি পরীক্ষার আবেদন কাল থেকে শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হবে। আবেদন করা যাবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত। এ বছর চারটি ইউনিট ও তার অধীনে দুটি উপ-ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

ভর্তি ফরমের মূল্য ইউনিট/ উপ-ইউনিট প্রতি ৪৭৫ টাকা (প্রফেসিং ফি প্রযোজ্য) নির্ধারণ করা হয়েছে।
 
আবেদনকারীকে ১০০ নম্বরের এমসিকিউ ও ব্যবহারিক পরীক্ষায় ( প্রযোজ্য ক্ষেত্রে) অংশগ্রহণ করতে হবে। 
আগামী ২৭ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভর্তি পরীক্ষায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্ট্রার( একাডেমিক) ও ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইন। 

আবেদন সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (http://admission.cu.ac.bd) থেকে জানা যাবে। মন্তব্য