কক্সবাজার জেলার মহেশখালীতে পারিবারিক কলহের জেরে ছেলে নেজাম উদ্দীনের কোদালের আঘাতে বাবা কালা মিয়া নামে এক ব্যক্তি খুন হয়েছেন।
আজ রবিবার সকালে মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জেমঘাট হিমছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, কালা মিয়ার প্রথম পক্ষের ছেলেরা ঘর করার জন্য তাদের মায়ের অংশের জমি থেকে বাবার কাছে ভাগ চাচ্ছিলেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই বিরোধ হতো। পরে আজ রবিবার ছেলে নেজাম মাটিকাটা কোদাল দিয়ে বাবার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান কালা মিয়া।
মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ সাংবাদিকদের জানান, ঘটনার পরপরই ছেলে নেজাম পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...