kalerkantho

দ্বিতীয় রাজধানী প্রতিদিন

নাজিরহাটে জন্ম নিল জোড়া লাগানো জমজ শিশু

কালের কণ্ঠ অনলাইন   

২১ আগস্ট, ২০১৮ ২৩:৩৪নাজিরহাটে জন্ম নিল জোড়া লাগানো জমজ শিশু

চট্টগ্রামের নাজিরহাটে একটি হাসপাতালে জোড়া লাগানো জমজ কন্যা শিশুর জন্ম হয়েছে। আজ মঙ্গলবার সকালে কেয়ার পয়েন্ট নামে একটি বেসরকারি হাসপাতালে তাদের জন্ম হয়।

জমজ শিশু দুটির বাবার বাড়ি ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আজিমপুর নয়াহাট বাজার এলাকায়।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাহেদ চৌধুরী সাংবাদিকদের জানান, শিশু দুটির পেট ও হাত জোড়া লাগানো, নাভি ও পায়ুপথ একটা। নবজাতক দুজন মেয়ে।মন্তব্য