চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ শিশু পার্ক এলাকায় এক দোকান কর্মচারির ছুরিকাঘাতে এক স্কুলছাত্র খুন হয়েছে। তুচ্ছ ঘটনার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ এই ঘটনায় ঘাতক দোকান কর্মচারী শাহেদকে (১৬) আটক করেছে। নিহত স্কুলছাত্রের নাম ইমতিয়াজ হাসান মাহিন (১৪)। নিহত মাহিন আগ্রাবাদ কলকাকলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। শুক্রবার রাতে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
ডবলমুরিং থানার এসআই সৈয়দুল আলম হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় একটি দোকানের সামনে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় দোকান কর্মচারী শাহেদের সাথে তুচ্ছ কারণে কথা কাটাকাটি হয় মাহিনের। এর জের ধরে এক পর্যায়ে বন্ধুদের সামনেই শাহেদ ধারালো ছুরি দিয়ে মাহিনকে উপর্যপুরি ছুরিকাঘাত করে।
তিনি আরো বলেন, পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাতে তার মৃত্যু ঘটে। ঘটনার পর পরই পুলিশ শাহেদকে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে মামলা দায়েরে করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...