kalerkantho

দ্বিতীয় রাজধানী প্রতিদিন

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৪ জুলাই, ২০১৮ ০১:১৭রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

রাঙ্গুনিয়া উপজেলায় পুকুরে ডুবে মাহিয়া ওসমান (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ইলমা (১২) নামের আরো এক শিশু। গতকাল শুক্রবার উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের শরফভাটা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
 
রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের লিডার আবু বকর ছিদ্দিক জানান, গতকাল সকালে পুকুরে গোসল করতে নামে মাহিয়া ও ইলমা। একপর্যায়ে পানিতে তলিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত সেখানে গিয়ে ইলমাকে জীবিত উদ্ধার এবং মাহিয়ার মরদেহ উদ্ধার করা হয়। 
 
ইলমা স্থানীয় আবুল বয়ান ও মাহিয়া ওসমান গনির সন্তান বলে জানা গেছে।


মন্তব্য