kalerkantho

দ্বিতীয় রাজধানী প্রতিদিন

‘চট্টগ্রাম বন্দর বাঁচাতে দুর্নীতি রোধ করুন’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২৮ মে, ২০১৮ ০১:০৬‘চট্টগ্রাম বন্দর বাঁচাতে দুর্নীতি রোধ করুন’

চট্টগ্রাম বন্দরের নিয়োগ বাণিজ্য, টেন্ডার দুর্নীতি, ক্রয় দুর্নীতি, ব্যবস্থাপনা দুর্নীতি রোধ করতে না পারলে অচিরেই পরিত্যক্ত বন্দরে পরিণত হবে বলে মন্তব্য করেছেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন।

গতকাল রবিবার বিকেলে ডক বন্দর জাতীয় শ্রমিক লীগ আঞ্চলিক কমিটির আওতাভুক্ত সংগঠনগুলো আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

জাতীয় শ্রমিক লীগ ডক বন্দর অঞ্চলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মো. ইলিয়াছের সভাপতিত্বে চট্টগ্রাম পোর্ট এজেন্টস স্টিভিডোরস অ্যান্ড কন্ট্রাক্টরস এমপ্লয়িজ ইউনিয়ন কার্যালয়ে এ সমাবেশ হয়। 

সমাবেশে আরো বক্তব্য দেন চট্টগ্রাম বন্দর মার্চেন্টস (সিঅ্যান্ডএফ এজেন্টস) শ্রমিক ইউনিয়নের (সিবিএ) সভাপতি হাজি মো. হাসান, সাধারণ সম্পাদক বজলুর রহমান, চট্টগ্রাম পোর্ট এজেন্টস স্টিভিডোরস অ্যান্ড কন্ট্রাক্টরস এমপ্লয়িজ ইউনিয়ন সভাপতি এম এ ইউছুফ হায়দার, সাধারণ সম্পাদক মো. ফোরকান, বন্দরবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম মজুমদার, চট্টগ্রাম বন্দর ডক শ্রমিক ইউনিয়ন সহসভাপতি মো. জসিম উদ্দিন প্রমুখ।মন্তব্য