kalerkantho

দ্বিতীয় রাজধানী প্রতিদিন

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সেবা নিলেন মেয়র নাছির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১২ মে, ২০১৮ ০১:৩৮ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সেবা নিলেন মেয়র নাছির

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ডায়াবেটিস পরীক্ষা করালেন সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

গতকাল শুক্রবার সকালে জাকির হোসেন সিটি করপোরেশন হোমিওপ্যাথিক কলেজ মাঠে ফিরিঙ্গিবাজার কো-অপারেটিভ সোসাইটি আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করতে গিয়ে তিনি রক্তের গ্রুপ ও রক্তে ডায়াবেটিসের মাত্রা পরীক্ষা করান।

ক্যাম্প উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সংরক্ষিত কাউন্সিলর লুত্ফুন্নেছা দোভাষ বেবী, জাকির হোসেন সিটি করপোরেশন হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ নুরুল আমিন, আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ প্রমুখ।

ক্যাম্পে প্রায় চার শ রোগীর খতনা, কর্ণছেদন, ব্লাড গ্রুপ পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, চক্ষুসহ বিভিন্ন রোগের চিকিত্সা দেওয়া হয়।মন্তব্য