kalerkantho

দ্বিতীয় রাজধানী প্রতিদিন

রাউজানের কদলপুরে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলার আয়োজন

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি   

১২ মে, ২০১৮ ০১:০৫রাউজানের কদলপুরে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলার আয়োজন

বৈশাখ মাস উপলক্ষে ‘সামাজিক সম্প্রীতি উন্নয়নে খেলাধুলা ও সংস্কৃতি চর্চার বিকল্প নাই’—এ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের রাউজানের কদলপুরে আজ শনিবার ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলার বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। বৈশাখী মেলা উদযাপন পরিষদ এই বর্ণাঢ্য আয়োজন করেছে।

কাশেম-নূর ফাউন্ডেশনের সহযোগিতায় সকাল ৮টা থেকে কদলপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠানের মধ্যে থাকছে সকাল থেকে বৈশাখী মেলা, বলিখেলা, তম্বুর বাজি, গরুর লড়াই ও বলিখেলা। সন্ধ্যার পর থাকছে কবিগান ও ভাণ্ডারি গানের আসর। এর আগে বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয় ফুটবল ম্যাচ। 

আজ বিকেল ৫টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করবেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি। এতে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন বৈশাখী মেলা উদ্যাপন পরিষদের আহ্বায়ক কদলপুর ইউপির সাবেক চেয়ারম্যান সাইফুল হক চৌধুরী লাভলু, আনোয়ার মুন ও নুরুল ইসলাম।মন্তব্য