kalerkantho

দ্বিতীয় রাজধানী প্রতিদিন

চট্টগ্রামের সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ২৬টি ঘর পুড়ে ছাই

কালের কণ্ঠ অনলাইন   

১৫ এপ্রিল, ২০১৮ ১০:২৩চট্টগ্রামের সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ২৬টি ঘর পুড়ে ছাই

চট্টগ্রাম জেলার সাতকানিয়ায় রান্না ঘরের চুলা থেকে আগুন লেগে ২৬টি বসতঘর পুড়ে গেছে বলে জানা গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

গতকাল শনিবার রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দীন সাংবাদিকদের জানান, গাটিয়াডেঙ্গার একটি পাড়ায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যায়। তাদের প্রচেষ্টায় ভোররাত ৩টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।মন্তব্য