kalerkantho

দ্বিতীয় রাজধানী প্রতিদিন

'ইসলামের পুনর্জাগরণে গাউছুল আজমের অবদান অবিস্মরণীয়'

নিজস্ব প্রতিবেদক   

২১ মার্চ, ২০১৮ ০১:৩৭ | পড়া যাবে ১ মিনিটে'ইসলামের পুনর্জাগরণে গাউছুল আজমের অবদান অবিস্মরণীয়'

কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা হজরত গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহু ছিলেন এক মহাবিস্ময়। যিনি ইসলামের সোনালি যুগের গৌরবগাথা পুনর্জাগরণে অবিস্মরণীয় অবদান রেখেছেন।

গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন হলে 'ইসলামের পুনর্জাগরণে হজরত শায়খ ছৈয়দ গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহুর অবদান' শীর্ষক এশায়াত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবার শরিফের অধ্যক্ষ শায়খ ছৈয়দ মুহাম্মদ মুনির উল্লাহ আহমদী মাদ্দাজিল্লুহুল আলী এসব কথা বলেন।

কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা শায়খ ছৈয়দ গাউছুল আজম স্মরণে এ সেমিনারের আয়োজন করে মুনিরীয়া যুব তবলিগ কমিটি বাংলাদেশ ৮৭ নং চট্টগ্রাম মহানগর সম্মিলিত শিক্ষাঙ্গন শাখা।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সহসভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে সেমিনারে আলোচক ছিলেন অধ্যাপক জালাল আহমদ, অধ্যাপক আবুল হাসান, অধ্যাপক কামরুল ইসলাম প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মোহাম্মদ গোলাম সরওয়ার।

মন্তব্য