kalerkantho

দ্বিতীয় রাজধানী প্রতিদিন

রোহিঙ্গাদের দেখতে আসছেন ব্ল্যানচেট

নিজস্ব প্রতিবেদক   

১১ মার্চ, ২০১৮ ০৫:১৬রোহিঙ্গাদের দেখতে আসছেন ব্ল্যানচেট

মিয়ানমারের সামরিক বাহিনীর গণহত্যা ও নির্যাতনের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে আসছেন জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত ও অস্ট্রেলিয়ার অভিনেত্রী কেট ব্ল্যানচেট।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, চার দিনের সফরে কেট ব্ল্যানচেট আগামী ১৭ মার্চ বাংলাদেশে আসবেন। সফরকালে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন তিনি।

অস্কার ও গোল্ডেন গ্লোব বিজয়ী অস্ট্রেলিয়ার অভিনেত্রী কেট ব্ল্যানচেটকে ইউএনএইচসিআরের শুভেচ্ছা দূত ঘোষণা করা হয়। মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় চলমান যুদ্ধে বাস্তুচু্যত হওয়া শরণার্থী ও রাষ্ট্রহীন হয়ে পড়া লোকদের বিষয়ে তথ্য অনুসন্ধ্যানী মিশনে লেবানন ও জর্দান সফর করেছেন তিনি।

ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত হিসেবে জাপানের গায়ক ও অভিনেতা মিয়াভিও রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজার সফর করেছেন। বন্ড গার্ল হিসেবে খ্যাত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপির শুভেচ্ছাদূত মিশেল ইয়ো এর আগে কক্সবাজার গিয়ে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন।মন্তব্য