kalerkantho

দ্বিতীয় রাজধানী প্রতিদিন

চসিক মেয়র বললেন

পরিকল্পিত নগরায়নের পথে হাঁটছে চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৯ মার্চ, ২০১৮ ০২:০২পরিকল্পিত নগরায়নের পথে হাঁটছে চট্টগ্রাম

আ জ ম নাছির উদ্দীন। ফাইল ছবি

চট্টগ্রাম পরিকল্পিত নগরায়নের পথে হাঁটছে মন্তব্য করে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, জলাবদ্ধতা নিরসনে নগরীর প্রতিটি সড়কের পাশে পরিকল্পিত ড্রেন নির্মাণের কাজ চলছে। এ ছাড়া সিডিএ, পানি উন্নয়ন বোর্ড ও চসিক সরকারের প্রকল্প সহায়তায় জলাবদ্ধতা নিরসনে কাজ করছে। এসব কাজ সম্পন্ন হলে চট্টগ্রামের পরিবেশ বদলে যাবে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট আধুনিকায়ন প্রকল্প কাজের ফলক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মার্কেট চত্বরে ব্যবসায়ী সমিতি ওই অনুষ্ঠানের আয়োজন করে।

সিটি মেয়র বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের অর্থায়নে প্রতিষ্ঠিত সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট আধুনিকায়ন হচ্ছে। আগামী এক বছরের মধ্যে তা সম্পন্ন হলে চট্টগ্রামবাসীর কাছে এটি শ্রেষ্ঠ মার্কেট হিসেবে পরিগণিত হবে। এ সময় তিনি বেশ কিছু উন্নয়ন কাজের বর্ণনা তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আহম্মদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর এইচ এম সোহেল ও হাসান মুরাদ বিপ্লব, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমদ, প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান প্রমুখ।মন্তব্য