kalerkantho

দ্বিতীয় রাজধানী প্রতিদিন

চট্টগ্রামে কেন্দ্র সচিবকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০৩:১২চট্টগ্রামে কেন্দ্র সচিবকে অব্যাহতি

চট্টগ্রামে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার দায়ে বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারা বেগমকে কেন্দ্রসচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক পরিপত্রে এ নির্দেশ দেওয়া হয়।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বাওয়া স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপালকে ওই দায়িত্বে স্থলাভিষিক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার নগরের জমিয়াতুল ফালাহ মসজিদের পাশে বাসে বসে বেসরকারি পটিয়া আইডিয়াল স্কুলের ৫৬ জন এসএসসি পরীক্ষার্থী ফাঁস হওয়া প্রশ্নপত্র দেখছিল। এ সময় চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী অভিযান চালিয়ে সাতটি স্মার্টফোন ও দুটি খাতা জব্দ করেন।

প্রশ্ন ফাঁসের দায়ে যাচাই-বাছাই করে পরীক্ষা শেষে আইডিয়াল স্কুলের এক শিক্ষিকাসহ ৯ পরীক্ষার্থীকে আটক করে পুলিশ। একই ঘটনায় অসদুপায় অবলম্বনের দায়ে ২৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।মন্তব্য