kalerkantho

দ্বিতীয় রাজধানী প্রতিদিন

রাউজানে গুণীজন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি   

৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০৫:১৩রাউজানে গুণীজন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

চট্টগ্রামের রাউজানে উরকিরচর এডুকেশন সোসাইটির উদ্যোগে গুণীজন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনার আয়োজন করা হয়। গত শনিবার দুপুরে স্কুলের হলরুমের ওই আয়োজনে একই সঙ্গে গরিব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ। সংগঠনের সভাপতি হোসাইন আল ওসমান বাবরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার আজমের সঞ্চালনায় অতিথি ছিলেন মোহাম্মদ মুছা, জহুরুল আলম, হাবিবুল ইসলাম চৌধুরী, এস এম দিদারুল আলম, অধ্যক্ষ মাওলানা হাসান রেজা, প্রধান শিক্ষক বিলাস কান্তি দাশ, মোহাম্মদ ইউসুফ আলী।

অনুষ্ঠানে বক্তব্য দেন মো. মনসুর আলম, মো. ইরশাদ, মো. শাহজাহান। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি, কৃতী শিক্ষার্থী ও গুণীজনদের হাতে ক্রেস্ট এবং গরিব মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।মন্তব্য