kalerkantho

দ্বিতীয় রাজধানী প্রতিদিন

চৌমুহনীতে সরকারি জমি নিয়ে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষ

আহত ১০

নোয়াখালী প্রতিনিধি   

১৯ জানুয়ারি, ২০১৮ ০৩:০৭চৌমুহনীতে সরকারি জমি নিয়ে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। রেলওয়ের পরিত্যক্ত একটি পুকুর দখল নিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। হামলার সময় কয়েকটি দোকান ভাঙচুর হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

যুবলীগের একপক্ষে ছিল জাহাঙ্গীর আলমের অনুসারীরা, অন্যপক্ষে কামরুজ্জামান রিয়াদের লোকজন। স্থানীয় লোকজন জানায়, আগের দিন রাতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এরপর গতকাল দুপুরে জাহাঙ্গীর আলমের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে পোস্ট অফিস সড়ক ও করিমপুর সড়কে অবস্থান নেয়। একই সময়ে কামরুজ্জামান রিয়াদের লোকজন সেখানে জড়ো হলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।

কামরুজ্জামান রিয়াদের অভিযোগ, জাহাঙ্গীরসহ একটি মহল রেলওয়ের জায়গা দখলের চেষ্টা করছে। এর প্রতিবাদ করায় তাঁর দুই ভাইকে মারধর করা হয়।

এ ব্যাপারে কথা বলতে জাহাঙ্গীরের মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি।

বেগমগঞ্জ থানার ওসি মো. ফিরোজ আলম মোল্লা জানান, সন্ধ্যায় দুই পক্ষের দুজনকে আটক করা হয়েছে।মন্তব্য