রাউজানে একসঙ্গে তিন ছেলেসন্তান প্রসব করেছেন এক মা। গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পাইওনিয়র হাসপাতালে তিন শিশুর জন্ম হয়। এর মধ্যে দুই শিশুর ওজন ৭০০ গ্রাম, আরেকটি ৬০০ গ্রাম। অসুস্থ থাকায় মা রেশমা আকতার ও তিন শিশুকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাইওনিয়র হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শুভময় দাশগুপ্ত রাজু বলেন, 'বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রসূতি রেশমা। ভর্তির ১০-১৫ মিনিটের মধ্যে ডা. রুমার তত্ত্বাবধানে তিন ছেলেসন্তান প্রসব করেন তিনি।
ওজন কম ও অসুস্থ থাকায় শিশুদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিল। তবে শুনেছি, তাদের নগরের চাইল্ড কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।' রেশমা রাঙ্গুনিয়া উপজেলার লিচু বাগান এলাকার মো. আসলামের স্ত্রী।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...