চট্টগ্রামের হাটহাজারীতে ৫৫ লিটার চোলাই মদসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার মধ্যরাতে হাটহাজারী মডেল থানার নিকট ত্রিবেণী মোড় থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন পার্বত্য জেলা খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানাধীন লেমুয়া দারগা আলী বাড়ির নুরুল আলমের ছেলে মো. ইয়াসিন (২০) ও তিন টহরী পূর্বপাড়ার তাজুল ইসলামের ছেলে মো. নূর হোসেন (১৯)।
হাটহাজারী মডেল থানার এসআই মাজেদুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে ত্রিবেণী মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ৫৫ লিটার চোলাই মদসহ ইয়াসিন ও নূর হোসেনকে আটক করা হয়। তারা বিশেষ কৌশলে শরীরের সঙ্গে বেঁধে স্যালাইনের প্যাকেট মদ বহন করছিল।
হাটহাজারী মডেল থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের