kalerkantho

দ্বিতীয় রাজধানী প্রতিদিন

পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৩০ ডিসেম্বর, ২০১৭ ০২:০৩পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

পটিয়ায় বিসিক শিল্পনগরী এলাকায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মনির হোসেন (৩৫)। শুক্রবার সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনির চাঁদপুর জেলার কচুয়া থানার সাহাবপাড়া এলাকার আবদুল খালেকের ছেলে।

জানা যায়, বিসিকের পার্শ্ববর্তী একটি বাড়ির বিদ্যুতের তার ছিঁড়ে একটি পুকুরে পড়ে। শুক্রবার অফিস বন্ধ থাকায় বিসিকের পাশে ওই পুকুরে মনির হোসেন মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে। 

পটিয়া থানার এসআই শিপন মজুমদার জানান, নিহত মনির হোসেন পটিয়া বিসিকের ওয়েল ফুড কম্পানিতে চাকরি করতেন। নিহতের শরীরের বাঁ পাশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

পটিয়া থানা ওসি শেখ নেয়ামত উল্লাহ জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেছে।মন্তব্য