logo
আপডেট : ৯ মার্চ, ২০১৮ ০২:০১
অর্থমন্ত্রী জানালেন
ফারমার্স ব্যাংকের ৬০% মালিকানা বদল হচ্ছে

ফারমার্স ব্যাংকের ৬০% মালিকানা বদল হচ্ছে

ফারমার্স ব্যাংককে মূলধনের জোগান দেবে অন্য কয়েকটি ব্যাংক। তবে যে ব্যাংকগুলো এই মূলধন জোগান দেবে সেসব ব্যাংক ফারমার্স ব্যাংকের ৬০ শতাংশের মালিকানা পাবে। বাকি ৪০ শতাংশ মালিকানা থাকবে ব্যাংকটির এখনকার মালিকদের।

গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় থিংকট্যাংকদের সঙ্গে ২০১৮-১৯ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা জানিয়েছেন।

প্রাক-বাজেট ওই আলোচনাসভায় বাংলাদেশ উন্নয়ন গবেষণা পরিষদের (বিআইডিএস) মহাপরিচালক ড. কে এ এস মুরশিদ, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

 

সম্পাদক : ইমদাদুল হক মিলন,
নির্বাহী সম্পাদক : মোস্তফা কামাল,
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com