logo
আপডেট : ৯ মার্চ, ২০১৮ ০১:৫৬
চক্ষুসেবা

চক্ষুসেবা

মুন্সীগঞ্জের শ্রীনগরে মরহুম আব্দুল জলিল মাস্টার স্মৃতি স্মরণে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার  উপজেলার বিবন্দী বাজার কমিউনিটি ক্লিনিকে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন শতাধিক হতদরিদ্র রোগীকে এই চিকিৎসাসেবা দেওয়া হয়। ফ্যাশন চক্ষু হাসপাতালের অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান ‘হিরা পান্না’ হাসপাতালের সহযোগিতায় ডা. মো. শাহ্ নেওয়াজ ও ডা. মো. সবুজ মোল্লার নেতৃত্বে সাত সদস্যের একটি মেডিক্যাল টিম এই চিকিৎসাসেবা দেয়। এ সময় স্থানীয় কুকুটিয়া ইউপি সদস্য আব্দুল কাইয়ূম মিন্টু, মহিলা সদস্য রেখা বেগমসহ এলাকার যুবসমাজ ও আত্মকর্মসংস্থানমূলক সংগঠন ‘নিউ সান-২১’-এর সদস্য উপস্থিত ছিলেন।

সম্পাদক : ইমদাদুল হক মিলন,
নির্বাহী সম্পাদক : মোস্তফা কামাল,
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com