logo
আপডেট : ৯ মার্চ, ২০১৮ ০০:৩৯
নরসিংদীতে প্রকাশ্যে স্কুলছাত্রকে গুলি

নরসিংদীতে প্রকাশ্যে স্কুলছাত্রকে গুলি

নরসিংদীতে আল জামিউল কবির ইফতি (১৫) নামের এক স্কুলছাত্রকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের হেমেন্দ্র সাহার মোড় এলাকায় প্রধান ডাকঘরের সামনে এ ঘটনা ঘটে। আহত ইফতি শহরের রাঙ্গামাটিয়া এলাকার ইকবাল কবিরের ছেলে ও ব্রাহ্মন্দী সরকারি কে কে উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ইফতির সঙ্গে কয়েক দিন ধরে একই বিদ্যালয়ের সহপাঠী সিয়ামের বিরোধ চলছিল। এরই জের ধরে সিয়াম বেশ কয়েক দিন ধরে ইফতিকে গুলি করে হত্যার হুমকি দিয়ে আসছিল। গতকাল দুপুরে ইফতি চিঠি পোস্ট করতে নরসিংদী প্রধান ডাকঘরে আসে। পোস্ট অফিস থেকে বের হওয়ার পর ইফতিকে লক্ষ্য করে গুলি করে সিয়াম ও তার সহযোগী হিমেল রায়। বুকে গুলিবিদ্ধ হয়ে ইফতি মাটিতে লুটিয়ে পড়ে। ততক্ষণে সিয়াম ও হিমেল পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে ইফতিকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নরসিংদী সদর মডেল থানার ওসি সৈয়দুজ্জামান বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে ছুুটে যাই। চিকিৎসকরা বলেছে সে অনেকটা শঙ্কামুক্ত। এরপরও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। আহত অবস্থায় সে আমাদের কয়েকজনের নাম বলেছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সম্পাদক : ইমদাদুল হক মিলন,
নির্বাহী সম্পাদক : মোস্তফা কামাল,
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com