logo
আপডেট : ৯ মার্চ, ২০১৮ ০০:১৩
এপ্রিলের প্রথম সপ্তাহেই নতুন কোচ

এপ্রিলের প্রথম সপ্তাহেই নতুন কোচ

কলম্বো থেকে প্রতিনিধি : গতকাল শ্রীলঙ্কা এসে পৌঁছেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান। কাল বাংলাদেশি সাংবাদিকদের তিনি জানিয়েছেন, চূড়ান্ত হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট দলের কোচের নাম। এপ্রিলের প্রথম সপ্তাহেই জানাবেন, কে হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ।

ত্রিদেশীয় সিরিজে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন খালেদ মাহমুদ। সেই সিরিজে বাংলাদেশের ব্যর্থতা আর গণমাধ্যমে খালেদ মাহমুদের উষ্মা প্রকাশের পর এই পদে আর তাঁকে রাখতে চায়নি বিসিবি। নিদাহাস ট্রফিতে বোলিং কোচ কোর্টনি ওয়ালশকেই অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে পাঠায় বিসিবি। এরই মধ্যে খোঁজ চলছিল প্রধান কোচের। ঘুরেফিরে আসে গ্যারি কারস্টেন, রিচার্ড পাইবাসের নাম। সাক্ষাৎকার দিয়ে যান পাইবাস ও ফিল সিমন্স। সিমন্স এখন আফগানিস্তানের কোচ। পাইবাসের ব্যাপারে বোর্ড ও ক্রিকেটার, কোনো তরফেই খুব একটা আগ্রহ ছিল না। তাই নতুন কেউই হয়তো হতে যাচ্ছেন বাংলাদেশের কোচ, তেমনটাই বললেন বিসিবি প্রধান, ‘হতে পারে এপ্রিলের প্রথম সপ্তাহেই কোচের নাম ঘোষণা করা হবে। যাঁকে আমরা আনতে যাচ্ছি, তাঁকে আপনারা সবাই চেনেন। হাতুরাসিংহে সেসময় যেমন অচেনা ছিল, সেরকম কেউ না।’

 

সম্পাদক : ইমদাদুল হক মিলন,
নির্বাহী সম্পাদক : মোস্তফা কামাল,
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com