logo
আপডেট : ৯ মার্চ, ২০১৮ ০০:১৩
টপ অব দ্য ডে

টপ অব দ্য ডে

লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে আগের ম্যাচে ৫ রানের জন্য শতরান পাননি সাদমান ইসলাম। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে ওই আক্ষেপ মিটিয়েছেন তিনি হার না মানা শতরানে। ২৬৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে এবার ১৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন সাদমান। ১৪৭ বলে ৯টি বাউন্ডারি এবং ২টি ছক্কায় সাজানো কার্যকর ওই শতরানে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন তিনি। স্বভাবত ম্যাচসেরাও হয়েছেন সাদমানই।

সম্পাদক : ইমদাদুল হক মিলন,
নির্বাহী সম্পাদক : মোস্তফা কামাল,
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com