logo
আপডেট : ৯ মার্চ, ২০১৮ ০০:১১
থাইল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের

থাইল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক : প্রস্তুতি ম্যাচ জিতেই বাংলাদেশ আজ ওমানে এশিয়ান গেমস হকির বাছাইয়ে নামছে থাইল্যান্ডের বিপক্ষে। এ গ্রুপের এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

গতকাল থেকেই ওমানের মাসকাটে শুরু হয়ে গেছে আট জাতির এই টুর্নামেন্ট। এখানে র‍্যাংকিংয়ে বাংলাদেশ দ্বিতীয় স্থানে, তাদের ওপরে আছে শুধু ওমান। সুতরাং বাকি দলগুলোর সঙ্গে এই দুই দলের জয়  একরকম অনুমিত। এর পরও বাংলাদেশ অধিনায়ক রাসেল মাহমুদ জিমি বলেছেন, ‘কোনো দলকেই ছোট করে দেখতে নেই। আশা করি, প্রতি ম্যাচেই আমাদের খেলার উন্নতি হবে।’ দুই মাস প্র্যাকটিস করেই তারা এই বাছাই পর্ব খেলতে গেছে। ওখানে গিয়ে গত পরশু একমাত্র প্র্যাকটিস ম্যাচ খেলেছে কাজাখস্তানের সঙ্গে, সেই ম্যাচ জিতেছে ৫-০ গোলে। হাসান যোবায়ের নিলয় করেছেন দুই গোল, এ ছাড়া রাসেল মাহমুদ, খোরশেদ ও রাবি একটি করে গোল করেছেন। প্র্যাকটিস ম্যাচের সুখস্মৃতি নিয়েই খেলতে নামার আগের দিন কোচ মাহবুব হারুন জয়ের ব্যাপারে আশাবাদী, ‘আজ (কাল) আমাদের খুব ভালো প্র্যাকটিস হয়েছে, সব খেলোয়াড় সুস্থ আছে। আশা করি থাইল্যান্ডের বিপক্ষে আমরা জিতব।’

সম্পাদক : ইমদাদুল হক মিলন,
নির্বাহী সম্পাদক : মোস্তফা কামাল,
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com