logo
আপডেট : ৮ মার্চ, ২০১৮ ২৩:১৭
জমি উদ্ধার

জমি উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদর বাজার এলাকার ৮৪ নম্বর কামারগ্রাম মৌজার এক  নম্বর খাস খতিয়ানভুক্ত অবৈধ দখলে থাকা কোটি টাকার সরকারি জমি উদ্ধার করা হয়েছে। বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার

দুপুরে অভিযান চালানো হয়। অভিযানকালে অবৈধ দখলদার আরিফুজ্জামান, আ. আহাদ, মো. রিয়াল, অসিম কুমার শীল, রমজান মোল্লা ও মো. আমজেদ শেখের দখলে থাকা ৯ শতক জমিতে নির্মিত দোকানঘর উচ্ছেদ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, ‘দীর্ঘদিন ধরে তারা অবৈধভাবে জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছিল। একাধিকবার নোটিশ দেওয়ার পরও তারা দখল না ছাড়ায় তাদের উচ্ছেদ করা হয়েছে।’

সম্পাদক : ইমদাদুল হক মিলন,
নির্বাহী সম্পাদক : মোস্তফা কামাল,
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com