logo
আপডেট : ৮ মার্চ, ২০১৮ ২৩:১৬
প্রশিক্ষণ

প্রশিক্ষণ

কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রতিবন্ধী শিশুসহ সব শিশুর অধিকার, সুরক্ষা, মানসম্মত শিক্ষা, শিশু নির্যাতন, যৌতুকের কুফল ও বাল্যবিয়ে রোধ বিষয়ে সচেতনতা বাড়াতে শিশুদের নিয়ে তিন দিনব্যাপী থিয়েটার প্রশিক্ষণ শেষ হয়েছে। উপজেলার বালিয়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত থিয়েটার প্রশিক্ষণে বিভিন্ন ইউনিয়নের প্রতিবন্ধীসহ ৩০ জন শিশু অংশ নেয়। গতকাল বৃহস্পতিবার এ কর্মশালা শেষ হয়। সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের সহযোগিতায় প্রতিবন্ধী ফাউন্ডেশনের হোপ প্রকল্প এ প্রশিক্ষণের আয়োজন করে। হোপ প্রকল্পের টেকনিক্যাল অফিসার শফিক আহমেদ জানান, প্রশিক্ষণে অভিনয়, স্ক্রিপ্ট লেখা, খোলা জায়গায় নাটক মঞ্চায়নসহ নাটকের নানা দিক শিশুদের হাতেকলমে শেখানো হয়। যারা প্রশিক্ষণ নিয়েছে, তারা নিজ নিজ এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক নাটক মঞ্চস্থ করবে। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন নোয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন কাজী, সেভ দ্য চিলড্রেনের প্রতিনিধি মো. ফরিদুল জুলফিকার, হোক প্রকল্পের উপজেলা সমন্ব্বয়ক মো. আমিনুল ইসলাম, টেকনিক্যাল অফিসার মো. সাইফুল ইসলাম, বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফুরকান আক্তার প্রমুখ।

সম্পাদক : ইমদাদুল হক মিলন,
নির্বাহী সম্পাদক : মোস্তফা কামাল,
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com