logo
আপডেট : ৮ মার্চ, ২০১৮ ২৩:১৬
মাস্ক বিতরণ

মাস্ক বিতরণ

গোপালগঞ্জ জেলা শহরবাসী ধুলাবালির যন্ত্রণায় অতিষ্ঠ। ধুলাবালির হাত থেকে বাঁচাতে বিনা মূল্যে সহস্রাধিক পথচারীর মধ্যে মাস্ক বিতরণ করেছে ‘আলোর দিশারী’ নামের একটি সংগঠন। গতকাল বৃহস্পতিবার সকালে স্বেচ্ছাসেবী এ সংগঠনের সদস্যরা জেলা শহরে একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের পোস্ট অফিস মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মডেল স্কুলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মাহবুব হাসান বাবু, অংকুর মিয়া, অনুপ ভক্ত, শুভ হীরা, রাহুল সাহা প্রমুখ। পরে তাঁরা সহস্রাধিক পথচারীর হাতে মাস্ক তুলে দেন।

সম্পাদক : ইমদাদুল হক মিলন,
নির্বাহী সম্পাদক : মোস্তফা কামাল,
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com