logo
আপডেট : ৮ মার্চ, ২০১৮ ২৩:১৬
থানচিতে সন্ত্রাসী বিজিবি গোলাগুলি
একে-৪৭ রাইফেল উদ্ধার

থানচিতে সন্ত্রাসী বিজিবি গোলাগুলি

বান্দরবানের থানচি উপজেলার জয়থুনপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় একটি সন্ত্রাসীদলের মধ্যে গোলাগুলির পর বিজিবি জোয়ানরা ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় ঘণ্টাব্যাপী গোলাগুলির পর সন্ত্রাসীরা অবস্থান ছেড়ে পালিয়ে যায়। পরে বিজিবি জোয়ানরা তল্লাশি চালিয়ে একে-৪৭ রাইফেলটি উদ্ধার করে। থানচি সীমান্তে দায়িত্বরত বিজিবির ৩৩ নম্বর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল হাবিবুল হাসান জানান, উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের জয়থুন ত্রিপুরাপাড়ায় স্থানীয় একটি সন্ত্রাসীদল অবস্থান নিয়েছে—গোপন সূত্রে এমন খবর পেয়ে বিজিবি জোয়ানরা এলাকাটি ঘিরে ফেলে। বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এ অবস্থায় আত্মরক্ষার্থে বিজিবি জোয়ানরাও পাল্টা জবাব দেয়। তিনি জানান, সন্ত্রাসী গ্রুপে পাঁচজন সদস্য ছিল। তাদের মধ্যে তিনজন ছিল সশস্ত্র।

 

সম্পাদক : ইমদাদুল হক মিলন,
নির্বাহী সম্পাদক : মোস্তফা কামাল,
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com