logo
আপডেট : ৮ মার্চ, ২০১৮ ২১:৩৪
আসছে সানি লিওনের বায়োপিক

আসছে সানি লিওনের বায়োপিক

সানি লিওন। প্রায়ই অনুরাগীদের জন্য নতুন কিছু করেছেন তিনি। কখনও খোলামেলা পোশাকে দেখা গেছে আবার কখনও অতীতের জন্য বিতর্কে জড়িয়েছেন। অনুরাগীদের সংখ্যাও নেহাত কম নয় তাঁর। কিন্তু, কিরণজিৎ থেকে কীভাবে সানি লিওন হয়ে উঠেছিলেন? তা অনেকেরই আজানা। এবার সানির সেই জীবনকেই পর্দায় তুলে ধরতে আসছে তাঁর বায়োপিক।

বায়োপিকের কথা সানি ইনস্টাগ্রামে পোস্ট করেন। লেখেন, কেন আমি কানাডা ছেড়েছিলাম? কেন আমি আমার নাম সানি রেখেছিলাম? খুঁজুন আমার মতো আরও সানির গল্প, দেখুন কিরণজিৎ টু সানি। আমার বায়োপিক। শিগগিরই আসছে।

এক ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, সানির বায়োপিকটা দেখানো হবে ওয়েব সিরিজ হিসেবে। প্রসঙ্গত, চলতি বছরে তামিল ছবি ভীরামদেবীতে অভিনয় করতে চলেছেন সানি।

কয়েকদিন আগে দু’জনকে দত্তক নেওয়ার কথা জানান তিনি। লেখেন, তাঁর পরিবার এবার সম্পূর্ণ হয়েছে। গতবছর এক কন্যাসন্তানকে দত্তক নিয়েছিলেন সানি ও তাঁর স্বামী।

সম্পাদক : ইমদাদুল হক মিলন,
নির্বাহী সম্পাদক : মোস্তফা কামাল,
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com