logo
আপডেট : ৮ মার্চ, ২০১৮ ১৫:১৭
জেমস বন্ডের ‘ইউ অনলি লিভ টুয়াইস’ আগ্নেয়গিরির বিস্ফোরণ

জেমস বন্ডের ‘ইউ অনলি লিভ টুয়াইস’ আগ্নেয়গিরির বিস্ফোরণ

জাপানের দক্ষিণাঞ্চলের একটি আগ্নেয়গিরিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জেমস বন্ডের বিখ্যাত ‘ইউ অনলি লিভ টুয়াইস’-ছবির জন্য এই আগ্নেয়গিরিটি সুখ্যাতি পেয়েছিল। 

এই আগ্নেয়গিরিতে বিস্ফোরণের সাথে-সাথে ধুয়ার কুণ্ডলী এবং আকাশজুড়ে কয়েক হাজার মিটারব্যাপী ছাই উড়তে দেখা গেছে। এর ফলে, নিকটস্থ একটি এয়ারপোর্ট থেকে ডজনখানেক ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়। 

জাপানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সিনমোয়েদাক আগ্নেয়গিরিতে বেশ কয়েকবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর ফলে, ধুয়ার কুণ্ডলী সৃষ্টির পাশাপাশি যে ছাই উদগীরণ হয়েছে তার ব্যাপ্তি ছিল ২,৩০০ মিটার(৭৫০০ ফুট)। 
উল্লেখ্য, ২০১১ সালের পর এই আগ্নেয়গিরির এটি সবচেয়ে বড় বিস্ফোরণ। আগ্নেয়গিরির কয়েকটি ফাটল থেকে লাভাও বের হয়েছে। 

প্রসঙ্গত, ১৯৬৭ সালে জেমস বন্ডের ‘ইউ অনলি লিভ টুয়াইস’ ছায়াছবিতে এই আগ্নেয়গিরিটি দেখানো হয়েছিল। 

সূত্র: দ্য এমিরেটস ২৪/৭

সম্পাদক : ইমদাদুল হক মিলন,
নির্বাহী সম্পাদক : মোস্তফা কামাল,
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com