logo
আপডেট : ৮ মার্চ, ২০১৮ ১৩:৫৯
আবারো মাতাতে আসছেন ধানুষ

আবারো মাতাতে আসছেন ধানুষ

তিন বছর পর অবশেষে জানা গেল শেষ হয়েছে ছবিটির শুটিং। হ্যাঁ, ধানুষ-এর বহুল আকাঙ্ক্ষিত ছবি 'ভাদা চেন্নাই'-এর কথাই বলা হচ্ছে। এটা তখনই জানা গেল যখন ছবিটির একটি 'অল স্মাইল' পোস্টার মুক্তি দিয়েছে ছবিটির নির্মাতাগোষ্ঠী।

নিজের ট্যুইটার হ্যান্ডেলে এ-প্রসঙ্গে একটি পোস্টে গতকাল (বুধবার) ধানুষ জানান, আগামীকাল (আজ বৃহস্পতিবার) সকাল ১০টার সময় 'ভাদা চেন্নাই'য়ের প্রথম লুক প্রকাশ করা হবে।

ছবিতে একজন ক্যারম চ্যাম্পিয়নের ভূমিকায় অভিনয় করছেন ধানুষ। ৩৫ বছরের দীর্ঘ মেয়াদকালকে এই ছবিতে দেখানো হয়েছে। এটি একটি গ্রামের গল্প। 

প্রথম পোস্টারে দেখা যাচ্ছে, ধানুষ একটি পুলিশ ভ্যান থেকে নামছেন। কিন্তু তাঁকে দেখা যাচ্ছে দারুণ হাস্যোজ্জ্বল। এর কিছুক্ষণ পরই আরেকটি লুক প্রকাশ করা হয়। যাতে সম্পূর্ণ অন্য রূপে দেখা যায় এই দক্ষিণী সুপারস্টারকে। 

ছবিটি প্রসঙ্গে আলাপকালে ধানুষ গণমাধ্যম ফার্স্টপোস্টকে বলেন, এটা কোনো আর্ট ফিল্ম না। এটা পুরোপুরিই একটা বাণিজ্যিক ছবি। আমরা ছবিটি আলাদা আলাদা ভাগে শুটিং করছি। প্রথমটি মুক্তির পরই দ্বিতীয়টির শুটিং শুরু হবে। 
সূত্র : ডিএনএ         

সম্পাদক : ইমদাদুল হক মিলন,
নির্বাহী সম্পাদক : মোস্তফা কামাল,
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com