logo
আপডেট : ৮ মার্চ, ২০১৮ ১২:২৫
বিরাট-আনুশকা, বিশ্ব নারী দিবসে

বিরাট-আনুশকা, বিশ্ব নারী দিবসে

আজ বিশ্ব নারী দিবস। সমাজ, রাষ্ট্রে এবং পৃথিবীতে বৃহত্তর অর্থে নারীর ক্ষমতায়ন এবং সকল ক্ষেত্রে নারীর অবদানের স্বীকৃতিস্বরূপ আজকের দিনটি পৃথিবীব্যাপী পালন করা হয়।

আজ সেই বিশেষ দিনটি উপলক্ষে ভারতের বিশেষ মানুষ বিরাট কোহলি আপামর সব নারী ও পুরুষের জন্য একটি ম্যাসেজ দিয়েছেন।

আর এই ম্যাসেজ প্রদানের জন্য তিনি বেছে নেন তাঁর নিজস্ব মাইক্রোব্লগিং সাইট ট্যুইটারকে। ৩৯ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন তিনি। যাতে তিনি বলেন, নারী আর পুরুষ সমকক্ষ নন। আমরা সমকক্ষ ছিলাম, এটা ভাবতে ভালো লাগে আমার। আর সত্যি বলছি, এটা হওয়া বেশ সহজ। যৌন হয়রানি, নারীর প্রতি বৈষম্য, পুরুষতন্ত্র, পারিবারিক নির্যাতন, নারী নির্যাতন....তালিকা ক্রমশ দীর্ঘ হয়। এসব সত্ত্বেও মেয়েরা এগিয়ে আসছে। হে পুরুষ; এখনো কী মনে হয় না, তাঁরা তোমাদের সমকক্ষ? না, তাঁরা তোমাদের সমকক্ষ হতে উত্তম (বেটার দ্যান ইকুয়াল)। সারা পৃথিবীর সব নারীর প্রতি বিশ্ব নারী দিবসের শ্রদ্ধা।

এই ভিডিওটির ক্যাপশনে বিরাট লেখেন, আপনার জীবনের বিশেষ কোনো নারীকে ট্যাগ করুন। আর হ্যাশট্যাগটি হলো #বেটারদ্যানইকুয়াল।

নারী দিবস উপলক্ষে তাঁর স্ত্রী ও বলিউড সেনসেশন আনুশকা শর্মা নিজের ট্যুইটার হ্যান্ডেলে লেখেন, তুমি তোমার বিশ্বাসের পথে হাঁটো, দেখবে ভিন্নতা খুঁজে পাচ্ছ। হয়তো খুব তাড়াতাড়িই তুমি সাফল্য পাবে না, তবে বিশ্বাস রাখ, সেটি আসবেই। বিশ্বাসী ও যোদ্ধা সকল নারীকে বলছি, হাল ছেড় না। 
সূত্র : ডিএনএ

সম্পাদক : ইমদাদুল হক মিলন,
নির্বাহী সম্পাদক : মোস্তফা কামাল,
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com