logo
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৮ ০২:৪৩
রাউজানে চিকদাইর মাদরাসার বার্ষিক সভা

রাউজানে চিকদাইর মাদরাসার বার্ষিক সভা

রাউজান চিকদাইর হজরত নেয়াজ গাজী শাহ (রহ.) সুন্নিয়া দাখিল মাদরাসার ১০তম বার্ষিক সভা গতকাল শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।

সাবেক অধ্যক্ষ আল্লামা সৈয়দ মো. নুরুল মোনাওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক আলহাজ মুহাম্মদ আলমগীর পারভেজ, ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চেৌধুরী। ওয়ায়েজীন ছিলেন প্রভাষক আল্লামা মুফতি মোহাম্মদ ইউছুফ আলকাদেরী, প্রভাষক আল্লামা মুহাম্মদ ফখরুদ্দিন আলকাদেরী, খতিব আল্লামা সেকান্দর হোসাইন আলকাদেরী।

সকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুরুল আনোয়ার চেৌধুরী বাবুল। প্রধান অতিথি ছিলেন মাওলানা মো. শফিউল আলম আজিজি। বক্তব্য দেন আলহাজ আবদুস শুক্কুর, মেম্বার শাহ আলম, মাওলানা আবদুল নবী, হাফেজ আবু তাহের, শফিকুল আলম, ডা. মো. শাহ আলম, লোকমান সওদাগর, কবির আহমদ, হাফিজুর রহমান, মাস্টার জাকির হোসেন প্রমুখ। সকালে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ হয়।

সম্পাদক : ইমদাদুল হক মিলন,
নির্বাহী সম্পাদক : মোস্তফা কামাল,
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com