logo
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০৪
ইনস্টাগ্রামে সেরা

ইনস্টাগ্রামে সেরা

কিম কার্দাশিয়ানের মতো তাঁর বোনরাও যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল জনপ্রিয় সেটা আরো একবার প্রমাণিত হলো। কাইল জেনারের পোস্ট করা ছবি দুই দিনের মধ্যেই ‘ইনস্টাগ্রাম’-এর সর্বকালের সেরা ‘লাভ প্রতিক্রিয়া’ পাওয়া ছবি হয়েছে। ৬ ফেব্রুয়ারি মেয়ে স্টর্মির জন্মের খবর ঘোষণা করেন কাইলি। মেয়ে তাঁর আঙুল ধরে আছে—এমন ছবিও পোস্ট করেন। এরপরই আসতে থাকে ‘লাভ’-এর পর ‘লাভ’। এখন পর্যন্ত এক কোটি ৫৭ লাখ ৩৫ হাজার ‘লাভ প্রতিক্রিয়া’ পড়েছে। কমেন্ট প্রায় ছয় লাখ। অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে ছিলেন কাইলি। বলেছিলেন এটা তাঁর ও গর্ভের সন্তানের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দীর্ঘ বিরতির পর ‘ইনস্টাগ্রাম’-এ তাঁর পোস্ট দেখে তাই হুমড়ি খেয়ে পড়েছে ভক্তরা। এর আগে ‘ইনস্টাগ্রাম’-এ সবচেয়ে বেশি ‘লাভ’ পাওয়া ছবি ছিল বিয়ন্সে নোলসের। ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি ছবিসহ নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন গায়িকা, যাতে ‘লাভ’ পড়েছিল এক কোটি ১০ লাখ।

সম্পাদক : ইমদাদুল হক মিলন,
নির্বাহী সম্পাদক : মোস্তফা কামাল,
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com