logo
আপডেট : ৩ জানুয়ারি, ২০১৮ ১৯:৫২
নাইজেরিয়ার মসজিদে আত্মঘাতি হামলা: নিহত ১২

নাইজেরিয়ার মসজিদে আত্মঘাতি হামলা: নিহত ১২

মসজিদে আত্মঘাতি বোমা হামলায়  ১২ জন নিহত হয়েছেন।আজ বুধবার দেশটির উত্তরপূর্বাঞ্চলের গাম্বারু শহরে এ হামলা হয়। নাইজেরিয়ার সেনা সূত্র এবং একটি দাতব্য সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। 

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলের গাম্বারু শহরটি ইসলামি জঙ্গী সংগঠন বোকো হারাম-এর একটি প্রধান ঘাঁটি। ক্যামেরুনের সীমান্ত সংলগ্ন গাম্বারু শহরে আজ ফজরের নামাজের সময় এ হামলা করা হয়। 
দেশটির একটি দাতব্য সংস্থার কর্মী আলী মোস্তফা এ তথ্য জানান। 
তিনি রয়টার্সকে বলেন, ‌‌' আমি যখন ফজরের নামাজের জন্য মসজিদে যাচ্ছিলাম তখন বিকট শব্দে মসজিদটিতে বোমার বিস্ফোরণ ঘটে।' 
আলী মোস্তফা জানান, ওই মসজিদে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং তা ভস্মিভূত হয়। তিনি সেখানে ছিন্নভিন্ন অবস্থায় হামলাকারীসহ ১২ জনের লাশ দেখতে পান।   

সূত্র: রয়টার্স, এএফপি

সম্পাদক : ইমদাদুল হক মিলন,
নির্বাহী সম্পাদক : মোস্তফা কামাল,
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com