logo
আপডেট : ২ জানুয়ারি, ২০১৮ ১১:১১
ডিসেম্বরে রেমিট্যান্স এসেছে ১১০ কোটি ডলার

ডিসেম্বরে রেমিট্যান্স এসেছে ১১০ কোটি ডলার

বিদায়ী বছরের শেষ মাস ডিসেম্বরে দেশে এসেছে ১১০ কোটি ৭১ লাখ ডলারের রেমিট্যান্স, যা আগের মাস নভেম্বরে আসা রেমিট্যান্সের তুলনায় ৪.০৭ শতাংশ কম। তবে অর্থবছরের হিসাবে রেমিট্যান্স বেড়েছে প্রায় ১২ শতাংশের মতো।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে দেখা যায়, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীরা চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ব্যাংকিং চ্যানেলে ৬৯৩ কোটি ৫৭ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছে, যা গত বছরের এই ছয় মাসে আসা রেমিট্যান্সের থেকে ১১.০৮ শতাংশ বেশি।

তবে বেশ কিছুকাল ধরে রেমিট্যান্স প্রবাহে মন্দাভাব লেগে ছিল। গত সেপ্টেম্বর মাসেও মাত্র ৮৫ কোটি ৩৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। একক মাসের হিসাবে এটা ছিল সাড়ে পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১২ সালের ফেব্রুয়ারিতে ৯২ কোটি ৮৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। গত ২০১৬-১৭ অর্থবছরে আগের বছরের চেয়ে প্রায় ১৪.৪৮ শতাংশ কম রেমিট্যান্স আসে, যা ছিল পরিমাণের দিক দিয়ে গত ছয় অর্থবছরের মধ্যে সর্বনিম্ন।

২০১৭-১৮ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১১৫ কোটি ৫৫ লাখ ডলার রেমিট্যান্স আসে। দ্বিতীয় মাস আগস্টে আসে ১৪১ কোটি ৮৬ লাখ ডলার। অক্টোবর মাসে এসেছে ১১৬ কোটি ২৭ লাখ ডলার।

নভেম্বর মাসে আসে ১২১ কোটি ৪৭ লাখ ডলার।
২০১৪-১৫ অর্থবছরে রেকর্ড পরিমাণ এক হাজার ৫৩১ কোটি ৬৯ লাখ (১৫.৩১ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স বাংলাদেশে আসে। এরপর প্রতিবছরই রেমিট্যান্স কমেছে। ২০১৫-১৬ অর্থবছরে আড়াই শতাংশ কমে রেমিট্যান্স আসে এক হাজার ৪৯৩ কোটি ডলার।

রেমিট্যান্সের উৎস দেশগুলোতে অর্থনৈতিক মন্দা এবং মোবাইল ব্যাংকিংসহ অন্যান্য মাধ্যমে হুন্ডিপ্রবণতা বাড়ায় বৈধ পথে প্রবাসীদের অর্থ কম আসছিল বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছিলেন।

 

 

 

সম্পাদক : ইমদাদুল হক মিলন,
নির্বাহী সম্পাদক : মোস্তফা কামাল,
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com