logo
আপডেট : ৮ ডিসেম্বর, ২০১৭ ০২:৪৬
পশু চিকিৎসায় গবেষণা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

পশু চিকিৎসায় গবেষণা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ফাইল ছবি

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভিএএসইউ) কর্তৃপক্ষকে পশুপালন ও পশু চিকিৎসার ক্ষেত্রে প্রযুক্তিভিত্তিক গবেষণা কার্যক্রম বৃদ্ধির আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল বিকেলে বঙ্গভবনে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান।

দেশের আর্থ-সামাজিক উন্নয়নে মৎস্য ও পশুপালন খাতের বিশেষ ভূমিকার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি হামিদ বলেন, 'দেশের পশু চিকিৎসা (ভেটেরিনারি) ও পশু বিজ্ঞানের (অ্যানিমেল সায়েন্স) উন্নয়ন নিশ্চিত করার জন্য টেকসই প্রযুক্তি জরুরি।' এ ছাড়া রাষ্ট্রপতি মাঠপর্যায়ে সঠিকভাবে ওই সব প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পরামর্শ দেন। আবদুল হামিদ বিভিন্ন প্রায়োগিক কর্মসূচি গ্রহণের মাধ্যমে দেশীয় প্রজাতির মাছ ও পশু-পাখি রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন ও গবেষণা কার্যক্রমের প্রশংসা করেন। সিভিএএসইউয়ের উপাচার্য অধ্যাপক ড. গৌতম বুদ্ধ দাস চার সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

ইডাব্লিউইউর প্রতিনিধিদলের পৃথক সাক্ষাৎ : ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (ইডাব্লিউইউ) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদলও গতকাল বিকেলে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় আগামী মাসে অনুষ্ঠেয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতিকে সভাপতিত্ব করার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। সমাবর্তনে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
রাষ্ট্রপতি হামিদ ইডাব্লিউইউ কর্তৃপক্ষকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আরো বেশি সুযোগ দেওয়ার আহ্বান জানান। যাতে তারা উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ লাভ করতে পারে। প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন পরিচালনা পর্ষদ সদস্য সৈয়দ মঞ্জুর এলাহি, এইচ এন আশিকুর রহমান এমপি, নাজমা আহমেদ ও উপাচার্য অধ্যাপক এম এম শহীদুল হাসান। সূত্র : বাসস।

সম্পাদক : ইমদাদুল হক মিলন,
নির্বাহী সম্পাদক : মোস্তফা কামাল,
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com