logo
আপডেট : ১ অক্টোবর, ২০১৭ ০০:০১
প্রিয় খাবার
বেশি পছন্দ সামুদ্রিক মাছ
পূর্ণিমা
অভিনেত্রী

বেশি পছন্দ সামুদ্রিক মাছ

আমার প্রিয় খাবার মাছ। সব ধরনের মাছ খেতে পছন্দ করি। বেশি পছন্দ সামুদ্রিক মাছ। আমার পছন্দের বেশ কয়েকটি রেস্টুরেন্ট আছে, যেখানে সামুদ্রিক মাছের আইটেম পাওয়া যায়। প্রায়ই সেখানে খেতে যাই। তা ছাড়া বাসায়ও মাঝেমধ্যে সামুদ্রিক মাছের নানা পদ রান্না করি। এর মধ্যে বেশি রান্না করি স্পাইসি রুপচাঁদা, সিজলিং টুনা, ফ্রাই লবস্টার। একবার বান্দরবানে শুটিং করতে গিয়ে বাঁশ দিয়ে তৈরি কয়েক ধরনের খাবার খেয়েছিলাম। যার স্বাদ ছিল অসাধারণ। 

কথা বলেছেন : আতিফ আতাউর

সম্পাদক : ইমদাদুল হক মিলন,
নির্বাহী সম্পাদক : মোস্তফা কামাল,
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com