logo
আপডেট : ১৯ জুন, ২০১৭ ১৬:৩৩
মেহেরপুরে আইপিএস-টিকিউএম শীর্ষক সেমিনার

মেহেরপুরে আইপিএস-টিকিউএম শীর্ষক সেমিনার

ইমপ্রুভিং পাবলিক সার্ভিস থ্রো টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় অব্যাহত উন্নয়ন শীর্ষক সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে তিন দিনব্যাপী কর্মশালা উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) ও মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জাইকার সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ও বিপিএটিসির এমডিএস ড. মো: শাহাদৎ হোসেন মাহমুদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অদিপ্তরের উপপরিচালক এস এম মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ ফরিদ আহমেদ, সহকারী পুলিশ সুপার (সার্কেল) আহসান হাবিব। এতে জেলা ও উপজেলার পর্যায়ের সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ড. মো: শাহাদৎ হোসেন মাহমুদ বলেন, জ্ঞান অর্জন ও দক্ষতা তখনই সফলতা আনবে যখন সেটা মানুষের কল্যাণে কাজে লাগানো হবে। 

সরকারী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের উদ্দ্যেশে তিনি বলেন, আপনার সমাজের বিভিন্ন স্তরে ভূমিকা রেখে চলেছেন। আপনাদের যার যার অবস্থান থেকে ছোট করে হলেও কাজের উন্নয়ন ঘটাতে হবে। তাহলে একদিন সমাজের উন্নয়ন হবে। জনগণের কল্যাণে কাজ হবে।

সম্পাদক : ইমদাদুল হক মিলন,
নির্বাহী সম্পাদক : মোস্তফা কামাল,
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com