logo
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১১:৪৭
মঠবাড়িয়া কেএম লতীফ ইনস্টিটিউশন জেলা শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত

মঠবাড়িয়া কেএম লতীফ ইনস্টিটিউশন জেলা শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত

পিরোজপুরের মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী কেএম লতীফ ইনস্টিটিউশন পিরোজপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। সেই সাথে এ প্রতিষ্ঠানের দশম শ্রেণির বিজ্ঞান শাখার শিক্ষার্থী ইনান হোসাইন জেলার শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছেন।

কেএম লতীফ ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ এ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক ও শ্রেষ্ঠ স্কাউট নির্বাচন উপলক্ষে জেলা পর্যায়ে আয়োজিত এক অনুষ্ঠানে মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী কেএম লতীফ ইনস্টিটিউশন পিরোজপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয়।

পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহর অনুষ্ঠানে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় পিরোজপুর জেলা শিক্ষা অফিসার রমেশ চন্দ্র বিশ্বাসসহ জেলার প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপকূলের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মঠবাড়িয়া কেএম লতীফ ইনস্টিটিউশন ১৯২৮ সনের ১ জানুয়ারি খান বাহাদুর আব্দুল লতীফ চৌধুরী প্রতিষ্ঠা করেন। তিনি মঠবাড়িয়ার খাসমহল কর্মকর্তা ছিলেন। উপকূলের শিক্ষা উন্নয়ন ও সম্প্রসারণে এ শিক্ষাপ্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা রেখে চলছে। এ প্রতিষ্ঠানে বালক ও বালিকা শাখায় ১৪৬২ জন শিক্ষার্থী নিয়মিত লেখা পড়া করছে। ৩৪ জন এমপিওভুক্ত শিক্ষকও তিনজন খণ্ডকালীন শিক্ষকসহ অর্ধশত শিক্ষক-কর্মচারী এখানে কর্মরত আছেন।

 

সম্পাদক : ইমদাদুল হক মিলন,
নির্বাহী সম্পাদক : মোস্তফা কামাল,
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com