logo
আপডেট : ১৪ অক্টোবর, ২০১৬ ০২:০০
শান্তির ম্যাচেও অশান্ত ম্যারাডোনা

শান্তির ম্যাচেও অশান্ত ম্যারাডোনা

পোপ ফ্রান্সিস একজন আর্জেন্টাইন এবং ফুটবলভক্ত। শান্তির বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টাতেই বৃহস্পতিবার রোমের অলিম্পিক স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল বিশেষ প্রীতি ম্যাচের, যেখানে নীল আর সাদা দলে ভাগ হয়ে খেলেছেন বর্তমান ও সাবেক ফুটবলাররা। সেখানেই একসময়ের শিষ্য হুয়ান সেবাস্তিয়ান ভেরনের সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন ডিয়েগো ম্যারাডোনা। মধ্যবিরতির সময় ব্যাপারটা আরো অপ্রীতিকরই হতো, যদি নিরাপত্তাকর্মীরা ম্যারাডোনাকে ঘিরে না থাকতেন।

খেলার শুরুতে একসঙ্গে হাসিঠাট্টা করতে করতেই টানেল থেকে বেরিয়েছিলেন ম্যারাডোনা ও ভেরন। কিন্তু বিরতির মিনিট পাঁচেক আগেই লেগে যায় দুজনের! মাঠ থেকে বের হওয়ার সময় ভেরনকে আঙুল দেখিয়ে তাঁকে বলতে শোনা যায়, ‘তোমার সঙ্গে আমার কথা বলার দরকার নেই।’ যদিও বিরতিতে লকার রুমে দুজনের মধ্যে কিছু হয়নি বলেই জানালেন নীল দলে খেলা স্তেফানো মাউরি, ‘সবই তো ভালো ছিল, তারা তো একসঙ্গে হাসাহাসিও করছিল।’ ম্যাচটি শেষ হয়েছে ৪-৩ গোলে, জিতেছে সাদা দল। টেলিগ্রাফ

সম্পাদক : ইমদাদুল হক মিলন,
নির্বাহী সম্পাদক : মোস্তফা কামাল,
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com