logo
আপডেট : ১০ অক্টোবর, ২০১৬ ১৪:১৮
ভারতের সংসদে হামলা করবে পাকিস্তান!

ভারতের সংসদে হামলা করবে পাকিস্তান!

নিয়ন্ত্রণ রেখার ওপারে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক এর বদলা নেওয়ার ছক কষছে পাকিস্তান। পরিকল্পনা বাস্তবায়িত করতে উঠেপড়ে লেগেছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। বদলা নিতে জিহাদি সংগঠন জইশ-ই-মোহম্মদকে কাজে লাগাতে চায় তারা। ইতিমধ্যেই আইএসআইয়ের পক্ষ থেক্রে জইশ-ই-মোহম্মদকে বলা হয়েছে, যেভাবে হোক ভারতের ওপর যেন আঘাত হানে তারা। ভারতের প্রথম শ্রেণির একটি ইংরেজি দৈনিকে এই খবর প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মোহম্মদ এর প্রধান মাওলানা মাসুদ আজহার সংসদে হামলার কথা ভাবছে। এর আগে ২০০১ সালে সংসদে হামলা হয়েছিল। এবার সংসদে হামলার পরিকল্পনা ব্যর্থ হলে জঙ্গিদের পরবর্তী লক্ষ্য দিল্লি সেক্রেটারিয়েট। নিশানায় রয়েছে অক্ষরধাম মন্দির ও লোটাস টেম্পলও। সূত্রের খবর, জনবহুল এলাকা অর্থাৎ বেশি জনসমাগম হয় এমন এলাকাই এখন জঙ্গিদের লক্ষ্য। আর শত্রুপক্ষের এই হামলার ছক বানচাল করতে তৈরি ভারতও। যেকোনোভাবে জঙ্গি হামলা ঠেকাতে মরিয়া ভারতের গুপ্তচর সংস্থা। হামলা রুখতে দেশের সুরক্ষার সবদিক খতিয়ে দেখছে গুপ্তচর ও নিরাপত্তা সংস্থাগুলি।

সম্পাদক : ইমদাদুল হক মিলন,
নির্বাহী সম্পাদক : মোস্তফা কামাল,
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com