logo
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০১৬ ০৯:২৮
সৎ মেয়েকে সুইমিং পুলে চুবিয়ে হত্যা, ১০০ বছরের জেল

সৎ মেয়েকে সুইমিং পুলে চুবিয়ে হত্যা, ১০০ বছরের জেল

তিন বছরের সৎ মেয়েকে পানিতে ডুবিয়ে মারার অপরাধে ১০০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হলো এক মেক্সিকান ব্যক্তিকে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই অমানবিক দৃশ্যের ছবি।

সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে, তিন বছরের মেয়েকে হোটেলের পানিতে ছুড়ে ফেলে দেন বাবা। ঘটনাটি ঘটেছে মিশোয়াকান মোরিলিয়া শহরে। শিশুটি পানির মধ্যে নিজেকে ভাসিয়ে রাখার চেষ্টা করে। বারবার পুলের প্রান্তে এসে ওপরে ওঠার চেষ্টা করে শিশুটি। কিন্তু, যাতে না সে শ্বাস নিতে পারে তার জন্য বাবা জোর করে তাকে পানির মধ্যে ডুবিয়ে রেখে দেয়। পানির মধ্যে দীর্ঘক্ষণ শ্বাস নিতে না পেরে মারা যায় শিশুটি। এই অমানবিক দৃশ্যটি দেখেছিলেন অনেকেই। কিন্তু, তাতে হস্তক্ষেপ করেনি কেউই।

শিশুটির মা প্রথমে এই ঘটনা সম্পর্কে কিছুই জানতেন না। পরে পুলের পাশ দিয়ে যাওয়ার সময় মেয়ের মৃতদেহ পানির মধ্যে দেখতে পান তিনি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়।

তার মা জানিয়েছেন, প্রথমে মেয়ের মৃত্যুর ব্যাপারে কিছুই জানতেন না তিনি। এরপর সিসিটিভি ফুটেজ দেখে তিনি জানতে পারেন এই ঘটনার সঙ্গে যুক্ত আছে তার স্বামী।

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়। বিচারক তাকে ১০০ বছর জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।

সম্পাদক : ইমদাদুল হক মিলন,
নির্বাহী সম্পাদক : মোস্তফা কামাল,
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com