logo
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০১৬ ২১:৪০
ভারতে অনুপ্রবেশ
সালাহ উদ্দিনের পক্ষে আজ প্রথম সাক্ষীর সাক্ষ্য

সালাহ উদ্দিনের পক্ষে আজ প্রথম সাক্ষীর সাক্ষ্য

ভারতে অনুপ্রবেশের মামলায় বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের পক্ষের সাক্ষীদের থেকে প্রথম সাক্ষ্য নেওয়া হবে আজ সোমবার। শিলং জেলা ও দায়রা আদালতের মুখ্য বিচারক ডি সৌতুনের আদালতে এই সাক্ষ্য নেওয়া হবে।

এর আগে গত ২৯ আগস্ট চূড়ান্ত জেরায় সালাহ উদ্দিন আহমেদ তাঁর পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য সাক্ষীদের একটি তালিকা আদালতে জমা দেন। ২০১৫ সালে ১১ মে মেঘালয় রাজ্যের শিলং শহরে গলফ মাঠ থেকে সালাহ উদ্দিন আহমেদকে আটক করে পুলিশ চৌকিতে নিয়ে যায়।

সম্পাদক : ইমদাদুল হক মিলন,
নির্বাহী সম্পাদক : মোস্তফা কামাল,
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com