logo
আপডেট : ২৫ মার্চ, ২০১৬ ০০:১৯
গুরু দত্তর বায়োপিকে অভিনয়ে আগ্রহী শাহরুখ

গুরু দত্তর বায়োপিকে অভিনয়ে আগ্রহী শাহরুখ

এক সময় বলিউডে ঝড় তুলেছিলেন তিনি। ‘পিয়াসা’,’কাগজ কা ফুল’, ‘সাহেব বিবি গোলাম’, ‘চৌধভীঁ কা চাঁদ’ সিনেমা হৃদয় ছুঁয়ে গিয়েছিল দর্শকদের হৃদয়। কিন্তু মাত্র ৩৯ বছর বয়সে মারা যান। তিনি গুরু দত্ত। মৃত্যুর ৫২ বছর পরও তাঁর সিনেমা বলিউডের বিবর্তনের ক্ষেত্রে মাইলফলক হয়ে রয়ে গেছে। এবার বায়োপিকে অভিনেতা তথা পরিচালক গুরু দত্তর ভূমিকায় অভিনয়ের আগ্রহ প্রকাশ করলেন শাহরুখ খান।
রূপালি পর্দায় তাঁর চরিত্র ফুটিয়ে তোলার ক্ষেত্রে শাহরুখের ইচ্ছার কথা জানিয়েছেন এক বিনোদন ম্যাগাজিনের সম্পাদক। তিনি ট্যুইট করে এ কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, সিনেমায় গুরু দত্তর ট্রাজিক জীবনের রোমান্স, ক্ষোভ, হতাশা সবচেয়ে সুন্দর পর্দায় ফুটিয়ে তুলতে পারেন একমাত্র শাহরুখ।
প্রত্যুত্তরে শাহরুখ জানিয়েছেন, অবশ্যই, আমার এটা করা উচিত। আর আপনি তো ভালোবেসে বলেছেন, সাদা-কালো ছবিতে আমার মুখটা সুন্দর কবিতার মতো।

সূত্র: এবিপি আনন্দ

সম্পাদক : ইমদাদুল হক মিলন,
নির্বাহী সম্পাদক : মোস্তফা কামাল,
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com