logo
আপডেট : ৯ মার্চ, ২০১৬ ২২:৪৪
ট্রাক থেকে পড়ে রাজপথ দাপাল বাঘ, দেখুন ভিডিওতে

ট্রাক থেকে পড়ে রাজপথ দাপাল বাঘ, দেখুন ভিডিওতে

রাজপথে সার সার গাড়ি দাঁড়িয়ে। আর তার ফাঁকে ছুটে বেড়াচ্ছে বাঘ।  দোহা এক্সপ্রেসওয়ের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল। সরকার ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়ির ভিড়ে রাস্তা খুঁজছে বাঘটি। আরও দেখা গেছে, একটি চলন্ত ট্রাক থেকে রাস্তায় পড়ে যায় বাঘটি। কাতারের স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, সংশ্লিষ্ট সরকারি বিভাগগুলি দেশের বিভিন্ন জায়গায় বাঘ দেখতে পাওয়ার ঘটনাগুলি খতিয়ে দেখবে।
অন্য একটি ভিডিওতে দেখা গেছে, বাঘটিকে নিরাপদ অবস্থাতেই ধরা হয়েছে।
এই বাঘের মালিক কে, তা জানা যায়নি। কিন্তু বাঘ সব বন্য পশু পোষার অভ্যেস রয়েছে ধনী উপসাগরীয় দেশগুলিতে। দোহাতে গত বছর পালিয়ে যাওয়া একটি চিতা পাওয়া যায়। সরকারের পক্ষ থেকে ওই চিতার মালিককে পরিচয় জানাতে বলা হয়েছিল। - সূত্র : এবিপি

সম্পাদক : ইমদাদুল হক মিলন,
নির্বাহী সম্পাদক : মোস্তফা কামাল,
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com