logo
আপডেট : ৪ মার্চ, ২০১৬ ১৫:৩৯
নওগাঁয় হাসপাতালের সেপটিক ট্যাংক থেকে গ্রেনেড ও গুলি উদ্ধার

নওগাঁয় হাসপাতালের সেপটিক ট্যাংক থেকে গ্রেনেড ও গুলি উদ্ধার

নওগাঁ সদর হাসপাতালের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৭টি গ্রেনেড ও ৪৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারের সময় গ্রেনেড ও অস্ত্র পরিত্যক্ত অবস্থায় ছিল। শুক্রবার দুপুর ২টার দিকে এসব গ্রেনেড ও গুলি উদ্ধার করা হয়।

নওগাঁ সদর মডেল থানার ওসি জাকিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্যাংকটি পরিষ্কার করার সময় গ্রেনেড ও গুলি পাওয়া যায়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

সম্পাদক : ইমদাদুল হক মিলন,
নির্বাহী সম্পাদক : মোস্তফা কামাল,
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com