kalerkantho

ছড়া

রংধনু

নাসির আহমেদ

১০ নভেম্বর, ২০১৭ ০০:০০রংধনু

আকাশ যেন শাদা মেঘের জল থইথই বিল
ভাসছে তাতে পালতোলা নাও রংধনু ঝিলমিল।
শেষ বিকেলে দূর আকাশে সাতটি রঙের মেলা
দেখেই ছোটে ছোট্ট খোকন রেখে লাটিম খেলা।

মাঠের ওপার রংধনুটা গাছগাছালির ফাঁকে
ছড়িয়ে আছে ধুলোয় যেন ছোট্ট খোকন যাকে
ভাবত আগে অনেক দূরের আকাশপারের কেউ
খোকার মনে তাকেই ছোঁয়ার ইচ্ছা দিল ঢেউ!

মা শুনে কন, মাথায় কি তোর বুদ্ধি আছে খোকা
লেখাপড়া শিখেও দেখি রইলি আজও বোকা!
আকাশটা যে অনেক দূরে, এমন কোনো লোক
আছে নাকি ছুঁতে পারে, ইচ্ছা যতই হোক।

পৃথিবীটা গোল বলে যে এমন মনে হয়
এই কথাও জানিস না তুই! ভূগোলে নিশ্চয়
হয়নি কিছু লেখাপড়া, ওরে হদ্দ বোকা
ক্লাস থ্রিতে পড়েও তুই আছিস অবুঝ খোকা।মন্তব্য