পেকে যাচ্ছে আমাদের ফল, নতুন ফসলে গন্ধ দিতে
আবার তোমাকে নিয়ে যাবে মাটি আর জল।
আমার মুখগুলো চাওয়ার ঝড়ে পড়েছে, কাল রাতে,
কালবৈশাখীতে...
ঝরতে ঝরতে বজ্রের আলোয় দেখা হলো—
বিব্রত-ভীরু সত্যের করুণ প্রণাম।
কতরাত কত মৈথুনে শতশত সমুদ্র ঝরিয়েছি
অথচ শুকনো নদী, বঞ্চিত কৃষকের পা ফেলে দাঁড়িয়ে আছে—
তনুর বাবার হাহাকারে, বিশ্বজিতের লাল ছিটানো চিত্কারে।
মন্তব্য