kalerkantho


প্রতিদিন সময়ের জটিল দুর্বোধ্য স্রোত

ইকবাল আজিজ

৮ জুন, ২০১৮ ০০:০০প্রতিদিন সময়ের জটিল দুর্বোধ্য অন্তঃস্রোত

ট্রেন আসে ট্রেন যায় অন্ধকারে—

নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীটির ধারে

ভাসমান আকাশের পারে।

শ্যাওলায় শ্যাওলায় ছেয়ে আছে পথ—

প্রতিদিন সময়ের জটিল দুর্বোধ্য অন্তঃস্রোত।

 

অন্তহীন নারকেল সুপারি অশ্বথ বটবৃক্ষ

শিরীষ জারুল কৃষ্ণচূড়া ঘুম ঘুম জীবনের রথ;

বহুদূর সাভারের লাল মাটি চোখে ভাসে

আলো অন্ধকারে বারবার ফিরে আসে।

কঙ্কালের ভৌতিক মিছিল বিরহের গান

সন্ধ্যায় ইমন কল্যাণ।

 

চারপাশে পদ্মফুল ছলাৎ ছলাৎ কণ্ঠস্বর

আধোঘুম আধোজাগরণে ভগ্নস্তূপ চেতনার ঘর;

আমরা সহসা চলে যাব এক দিন

মেঘলা ধোঁয়াধূসর আকাশের দরোজায়;

কে যে আজ নিধুয়াপাথারে

করুণ ভাওয়াইয়া গান গায়।মন্তব্য